বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
মোঃমাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান সরদার দীর্ঘ দিন যাবত হৃদরোগে ভুগছেন। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তিনি আর্থিক সংকটে পরেন।
এ খবর জানতে পেরে গৌরনদী বাসির গর্ব ও সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন ভাই ও তার পরিবারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবি, সমাজ সেবক ধুরিয়াল নিবাসী এ্যাডভোকেট এইচএম মানিরজ্জামান ভুলু ভাই ৫ হাজার টাকা চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন।
উক্ত টাকা আজ সন্ধ্যায় অসুস্থ্য খলিল ভাইর হাতে বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান প্যাদা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম বেপারী, গৌরনদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম লাভলু তুলে দেন।
এ সময় মোঃ খলিলুর রহমান সরদার দানবীর ড. নাসির উদ্দিন ভাই ও মনিরুজ্জামান ভুলু ভাইর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply