শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদ এলাকায় মাটি খুঁড়ে পাইপলাইনে দুইটি লিকেজের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে মাটি খোঁড়ার পর বিকেলে লিকেজ দুইটির সন্ধান পান তিতাশের শ্রমিকরা। এরপরও সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটি খোঁড়ার কাজ চালিয়ে যান তারা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম বলেন, লিকেজ সন্ধান এবং মসজিদের নিচে কোনো পুরনো পাইপলাইন আছে কি না খতিয়ে দেখতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। বিকেলে মসজিদের উত্তর পাশে বেইজমেন্টের একটু ওপরে পাইপলাইনে দুইটি লিকেজ পাওয়া গেছে। মঙ্গলবার গ্যাস সরবরাহ চালু করে লিকেজ দুইটি পরীক্ষা করে দেখা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৭টায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদের সামনে ৪০ থেকে ৫০ শ্রমিক শাবল, হামার, ছেনি, কোদাল, টুকরিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করেন। মসজিদের পূর্ব পাশে, পূর্ব পাশের সামনের সড়ক ও উত্তর পাশের দুইটি স্থানে আরসিসি কেটে তিতাস গ্যাসের পাইপলাইন শনাক্তের চেষ্টা চালান তারা। মাটি খনন করার সময় মসজিদের উত্তর পাশে আবাসিক সংযোগের পাইপলাইনে তারা দুইটি লিকেজ দেখতে পান।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply