শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ হয়ে শনিবার রাত ৯টা পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন, তাদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার সন্ধ্যা নাগাদ ১৬ জনের মৃতদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শুক্রবার রাতের এ ঘটনায় অগ্নিদগ্ধ অর্ধ শতাধিক ব্যক্তির অধিকাংশকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল শনিবার সকালে সাংবাদিকদের জানান, সকাল ৯টা পর্যন্ত মোট ১১ জন মারা গেছেন।
ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, দুপুরে আরো দুজন মারা যায়।
বিকেলে আরো তিনজনের মৃত্যুর খবর জানা যায় বার্ন ইনস্টিটিউট থেকে, যাতে মৃতের সংখ্যা ১৭তে নিয়ে যায়।
মারা যাওয়া ১৭ জন হলেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৬), জামাল (৪০), যুবায়ের (৭), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) সাব্বির (২১), রাশেদ (৩৪), কুদ্দুস ব্যাপারী (৭২), জয়নাল (৫০), মাইনউদ্দিন (১২), কাঞ্চন হাওলাদার (৪০), নয়ন (২৭), রাসেল (৩০)।
সন্ধ্যার দিকে মো. বাহাউদ্দীন (৫৫) নামে আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ডা. পার্থ শঙ্কর পাল।
এছাড়া শনিবার রাত পৌনে ৯টার দিকে মসজিদের ঈমাম আব্দুল মালেক (৫৫) ও মো. মিজান (৪০) নামে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডা. পার্থ শঙ্কর। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ জনে।
ডা. সামন্ত লাল সেন বলেন, যারা ভর্তি আছেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। তাদের অবস্থা অত্যন্ত খারাপ বলা যায়।
আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে বার্ন ইউনিটে যান নারায়ণগঞ্জের ডিসি জসিম উদ্দিন। তিনি মৃতদের পরিবারকে ২০ হাজার আর আহতদের ১০ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়ার ঘোষণা দেন।
Leave a Reply