বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী বরিশালের মসজিদে মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরী এবং জেলার মসজিদগুলোতে এবার একাধিক ইদ জামাতের ব্যবস্থা করা হয়। বৈশ্বিক মহামারির বিস্তার রোধে এবার ইদগাহ বা খোলা ময়দানে ইদের জামাত করার অনুমতি দেওয়া হয়নি।
বরিশালে সকাল পৌঁনে ৬টায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ইদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে ইদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এছাড়াও নগরী এবং জেলার বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।
নগরীর কালেক্টরেট জামে মসজিদে ইদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। সেখানে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, প্রশাসনের কর্মকর্তারাসহ সব শ্রেণি-পেশার মানুষ জামাতে নামাজ আদায় করেন।
জামাত শেষে খুতবা পেশ করা হয়। খুতবা শেষে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মুসল্লিদের উদ্দেশে সরকারের বাণী প্রচার করেন এবং ইদের শুভেচ্ছা জানান। এরপর মোনাজাত করা হয়। ওই মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে বাঁচাতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
নামাজ আদায় শেষে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সঙ্গে কোলাকুলি থেকে সবাই বিরত থাকেন। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এক অপরের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply