বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদপুরের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াজী উল্লাহর স্ত্রী জানান, ওয়াজী উল্লাহ গংরা ৫ ভাই। ৫ ভাইয়ের পরিবার মশলা বাটার জন্য একটি মাত্র পাটা ব্যবহার করে। আগে পরে মশলা বাটাকে কেন্দ্র করে ওয়াজী উল্লাহ (৪০) ও বাবুলের (৪৫) পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ওয়াজী উল্লাহকে পুতা (পেষণি) দিয়ে মাথায় আঘাত করলে ওয়াজী উল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি তদন্ত ইব্রাহীম খলিল জানান, ওয়াজী উল্লাহর খুন হওয়ার বিষয়ে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের জন্য আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply