মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সাকিলা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে ।
সাকিলা বেগম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মিরুখালী রোড এলাকার বাসিন্দা মো. হাসান ঘরামীর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী উপজেলার হরিনপালা গ্রামের কাইয়ুম হাওলাদারের মেয়ে। ওই দম্পত্তির ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
সাকিলার ভাই লোকমান হোসেন বলেন, সৌদি ফেরত বোন জামাই হাসান মাদকাসক্ত হওয়ায় বোনের সঙ্গে এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। আমাদের ধারণা হাসান বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মঠবাড়িয়া থানার এসআই তৌফিকুল ইসলাম জানান, স্বামীর সঙ্গে সোমবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূ অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান শিল্পী জানান, ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
মঠবাড়িয়া থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply