রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
মাসুদ রানা: উপকূলীয় এলাকা পিরোজপুরের মঠবাড়িয়ায় ২টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে আ. হামিদ ফরাজী শিশু সদন ও মাদ্রাসা বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং উপজেলার দাউদখালী ইউনিয়নে রাজারহাট গ্রামে শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ সারা দেশে ১০০টি আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে আ: হামীদ ফরাজী শিশু সদন ও মাদ্রাসা বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, স্থানীয় সংসদ সদস্যর সহধর্মিনী খাদিজা বেগম খুশবু, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত প্রমূখ। ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ জানান, ‘দুর্যোগ ব্যবস্থাপনাধিদফতরের একটি প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় তিনতলা বিশিষ্ট ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। সারা দেশের ন্যায় মঠবাড়িয়া উপজেলায় ৪ কোটি ৫৭লাখ ৯৩ হাজার টাকা ব্যায়ে এ দুটি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে।
Leave a Reply