শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নগরীর ডায়াগনস্টিক সেন্টার এলাকাখ্যাত বাটারগলিতে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত আকস্মিক অভিযান চালিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের চার দালালকে আটক করেছে। পরবর্তীতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযানের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউর রাব্বী বলেন, অতিসম্প্রতি দালালদের কাছে একপ্রকার জিম্মি হয়ে প্রতারনার স্বীকার হচ্ছেন বিভাগীয় শহর বরিশালে উন্নত চিকিৎসার জন্য বিভাগের ছয় জেলা থেকে আসা সাধারণ রোগীরা। বিষয়টি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানতে পারেন।
পরবর্তীতে তার (জেলা প্রশাসক) নির্দেশে বুধবার দুপুরে আকস্মিকভাবে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের চার দালালকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত চারজনের মধ্যে তিনজনকে এক মাসের এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউর রাব্বী আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply