মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রীতিমত অবাক হওয়ার মতো খবর! কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যানচালকের বাড়িতে মিলল এক হাজার ৫৫০ কেজি চাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে সরকারি সন্দেহে এসব চাল উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ৫০ কেজি ওজনের ৩১টি বস্তা চাল নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে এগুলো সরকারি চাল। তবে কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে।
তিনি বলেন, ভ্যানচালক আব্দুল জলিল পালিয়েছেন। তবে তার পরিবার জানিয়েছে মন্তাজ নামে এক ব্যবসায়ী ভ্যানচালকের বাড়িতে চালগুলো রাখতে দিয়েছেন। তিনি আরও জানান, এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়রি করার প্রস্তুতি চলছে। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে চালগুলো কোথা থেকে আনা হয়েছে।
Leave a Reply