সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্য সামগ্রী দাঁড়ালো বাংলাদেশ নৌ-বাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, বিশুদ্ধন পানি বিতরণ করা হয়। ভোলা নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীতে যখন সারাবিশ্ব বিপর্যস্ত ঠিক সে মুহুর্তে ভোলাসহ উপকূলীয় এলাকাগুলো বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারন মানুষ অসহায় জীবনযাপন করছে।
এসব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছে। এর আগেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
উল্লেখ্য, করোনা দুর্যোগকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় ১০০০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও কর্মহীন মানুষের মাঝে নৌকা, মাছ ধরার জাল, ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং গৃহপালিত পশু বিতরন করেছে নৌ-বাহিনী।
Leave a Reply