সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
ইমতিয়াজুর রহমান॥ ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে তথ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষ এর তারুন্যের কন্ঠস্বর এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন। কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন সকল স্বাস্থ্য সেবা সহজ করাল লক্ষ্য কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবায় সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সেবা প্রদানকারীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় কর্মশালায় বক্তরা বলেন, বাংলাদেশে বড় একটি প্রজননক্ষম জনগোষ্ঠী কিশোর-কিশোরী ও তরুন-তরুনী রয়েছে। যারা দেশের মোট জনগোষ্ঠীর শতকরা ১৯ ভাগের বেশি। তবে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অসচেতনতার কারণে তাদের মধ্যে শতকরা ৯৫ ভাগ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। অথচ অধিকাংশ কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও উপলব্ধি না থাকায় কিশোরী মাতৃত্বহার বাড়েছ। তাই যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা নয় বরং সচেতন হওয়া জরুরি বলে বক্তরা জানায়। এসময় ইউনিয়ন পর্যায়ে সেবার মান আরো বৃদ্ধি করে কৌশর পরিবেশ গড়ে তোলার দাবী করেন।
Leave a Reply