ভোলায় পুলিশ জনতার সংঘর্ষ ,নিহত ৩ , বিজিবি মোতায়েন Latest Update News of Bangladesh

রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন যুগের সূচনা, ঘোষণা দিলেন উপদেষ্টা সাখাওয়াত যমুনায় জরুরী বৈঠক, গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে ‘বুনিয়ান-উন-মারসুস’, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গুদামে হামলা ভারত-পাকিস্তান উত্তেজনা: সম্ভাব্য মধ্যস্থতার আলোচনায় ড. ইউনূস ‘অপারেশন সিন্দুর’ নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা, ক্ষুব্ধ কর্মীরা ঝালকাঠি বিআরটিএতে অনিয়ম, দুদকের হুঁশিয়ারি ভারত-পাক উত্তেজনা: পুলিশের প্রতি আইজিপির কঠোর নির্দেশনা ববি শিক্ষার্থীদের হুঁশিয়ারি: বিচ্ছিন্ন হবে দক্ষিণাঞ্চল সড়ক সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আইন সংশোধন অনুমোদন




ভোলায় পুলিশ জনতার সংঘর্ষ ,নিহত ৩ , বিজিবি মোতায়েন

ভোলায় পুলিশ জনতার সংঘর্ষ ,নিহত ৩ , বিজিবি মোতায়েন




ইমতিয়াজুর রহমান,ভোলা প্রতিনিধি॥ ভোলায় হিন্দু ধর্মালম্বী এক ব্যক্তির আল্লাহ ও রাসুল (স.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসুল্লিদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে শুরু হওয়া সমাবেশে হঠাৎ পুলিশের সঙ্গে সাধারণ জনতার সংঘর্ষ শুরু হয়। এ সময় ২ জনের মৃত্যু হয়।
এই ঘটনায় পুলিশসহ আহত শতাধিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পুলিশকে হাসপাতালে নিলেও সাধারণ মানুষ বিভিন্ন ঘরে আটকা পড়েছেন। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জেও। গুরুতর গুলিবিদ্ধ ৮ জনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডি থেকে তার বন্ধু তালিকার বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালির ম্যাসেজ আসে।বিপ্লব চন্দ্র শুভ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলের আইডি থেকে এই ম্যাসেজ আসাকে কেন্দ্র করে সাধারণ মুসুল্লিদের ব্যানারে আজ সকাল ১০টায় বিক্ষোভের ডাক দেয়া হয়। সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গ্রামগঞ্জ থেকে মুসুল্লিরা শহর অভিমুখে আসতে থাকে। এতে ভোলার পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করেন। পুলিশ সভা সংক্ষিপ্ত করার জন্য নির্দেশ দেয়ার পর পরেই সংঘর্ষের শুরু হয়। প্রথমে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে পুলিশের গুলিতে পথচারিসহ বিক্ষোভকারী আহত হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোলা শহর পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও গ্রামগঞ্জে বিক্ষোভ চলমান। ভোলা সদর পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ডেকে পাঠানো হয়েছে।এদিকে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, বেলা ১১টার দিকে উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রসহ চারজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলাজুড়ে ৪ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD