রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি।।ভোলায় তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভোলা নার্সিং ইন্সটিটিউটের কয়েকশ’ শিক্ষার্থী।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার আয়োজনে ২৮ এপ্রিল রোববার সকালে সদর হাসপাতাল থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে ভোলা সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি সোনিয়া সরকার, সম্পাদক রেমিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, তারা উচ্চ মাধ্যমিক পাস করে তিন বছর মেয়াদি কোর্স করেন। আবার দুই বছর ইন্টার্ন করেন। অপরদিকে কারিগরি বিভাগ থেকে ছয় মাসের কোর্স করেই একেকজন নার্স হবেন- এটা কী করে সম্ভব? সুচিকিৎসার জন্য এসব নিয়ম বাতিল করা প্রয়োজন বলে আন্দোলনকারীরা দাবি করেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply