সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ দেশব্যাপী মশক নিধন,ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা উপলে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। তারই অংশ হিসাবে এবার দ্বীপ জেলা ভোলার ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ লা আগষ্ট) জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলায় ১হাজার বিদ্যালয়ে এই স্বাস্থ্য কার্যক্রম শুরু করা হয়।
সকালে ভোলা সদরের নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: রথীন্দ্র নাথ মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আতাহার মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নিত্যানন্দ চৌধুরী,নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাজারুল হক প্রমুখ।
সিভিল সার্জন ডা: রথীন্দ্র নাথ মজুমদার ডেঙ্গু বলেন,আমাদের সকলকে ডেঙ্গু সচেতনতায় সচেতন থাকতে হবে। বাড়ির আসেপাশে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির চারপাশ সব সময় পরিষ্কার রাখতে হবে। দরজা জানালায় মশা নিরোধক জাল ব্যাবহার করতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এছাড়াও ডেঙ্গু হলে করনীয় সম্পর্কেও জানান সিভিল সার্জন।
এসময় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক শিক্ষার্থীদের মাধ্যমে সকল মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কিত লিফলেট বিতরন করেন।
Leave a Reply