সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৪১ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৮১ জন।
সোমবার (৩ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জনের নেগেটিভ ও ৬ জনের পজেটিভ আসে। পজেটিভ রোগীদের মধ্যে প্রত্যেকের বাড়ি সদর উপজেলায়।
অপরদিকে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয় জন। সদরে দুই জন, লালমোহনে দুই জন ও চরফ্যাশনে দুই জন।
ভোলা সদর হাসপাতালের চীফ টেকনোলজিস্ট মো. মিজানুর রহমান জানান, ভোলা জেলার সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪৭২টি।
এদের মধ্যে ৫৪১ জনের রিপোর্ট পজেটিভ আসছে। এদের মধ্যে ৩৮১ জন সুস্থ্য হয়েছে ও চিকিৎসাধীন আছেন ১৫৪ জন। চিকিৎসাধীন ১৫৪ জনের মধ্য প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছে ৩ জন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply