সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় কোস্টগার্ডের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে কামাল মাঝি নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৩১ আগস্ট) সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন এলাকা থেকে তাকে আটক বরা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগে সদস্য মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানিয়েছে, ইলিশার ৬নং ওয়ার্ডের খলিল মাঝির ছেলে কামাল কোস্টগার্ডের নাম ভাঙিয়ে মেঘনা ও তেতুলিয়া নদীতে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো।
এমন অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. মাহবুবুল আলম শাকিল অভিযান পরিচালনা করেন। পরে তাকে আটক করা হয়। সদর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Leave a Reply