রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ওয়ার্ডবয় (৪৭), একজন পুলিশ সদস্য (২৬) ও স্থানীয় এক নারী (২৬)। এ নিয়ে দুর্গম উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা শনাক্ত হওয়া এই তিনজনের নমুনা সংগ্রহ করে গত ১৮ তারিখে বরিশালে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার রাতে তাদের রিপোর্টে পজিটিভ আসে।
তিনি আরও জানান, বৃহস্পতিবারের রিপোর্টে করোনা পজিটিভ আসা নারী পূর্বের করোনা আক্রান্ত রোগীর স্ত্রী। তিনি সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও আক্রান্ত নারীকে মনপুরা সরকারি ডিগ্রি কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ২৩ এপ্রিল প্রথম মনপুরায় ঢাকাফেরত এক যুবকের করোনা শনাক্ত হয়। ওই যুবক ঢাকা বেসরকারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় চাকরি করতেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Leave a Reply