সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার ইলিশা ফেরীঘাট এলাকার যানজট নিরসন ও বেড়ি বাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এতে বেড়িবাঁধ ও বাঁধের শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দেয়া হয়। দীর্ঘদিন ধরে ইলিশা ফেরিঘাট এলাকায় অবৈধ দোকানপাট এর কারনে ফেরীঘাটের যানবাহন ও যাত্রী সাধারনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ফলে প্রশাসনের পক্ষে দুর্ভোগ লাগবে উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানায়, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বেকু দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় সহকারী কমিশনার, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply