শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো এই শ্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ভোলায় অভয়াশ্রম সংলগ্ন এলাকায় জেলেদের নিয়ে এই সভা হয়।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ধনিয়া ইউনিয়ন তুলাতলি এলাকায় জেলে পল্লীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রথিক দে, জীবন বাবু প্রমুখ। এছাড়াও ধনিয়া ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা উপস্থিত ছিলেন।
সভায় জাটকাকে ইলিশে রূপান্তরিত হওয়ার সুযোগ দানে জেলেদের সচেতনতা বৃদ্ধি করা সহ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ঘণ্টা ব্যাপী বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোকপাত করা হয়।
Leave a Reply