রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার।। ভোলার পশ্চিম জয়নগর গ্রামে পরকিয়া প্রেমের কারনে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা ও কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলে শিশু সন্তান মোহনা ও স্ত্রীর শরীর পুড়ে মৃত্যু নিশ্চিত করার দায়ে স্বামী মোঃ বিল্লাল হোসেনকে ৩০২ ধারায় মৃত্যুদন্ড রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক।
এ ছাড়া হত্যার আগেও বিষ মেশানো ওষুধ খাইয়ে হত্যার চেস্টা করার ঘটনায় পেনাল কোডের ২০১ ধারায় ১০ বছর কারাদন্ড প্রদান করা হয়। আজ দুপুরে এ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষনার সময় ঘাতক স্বামী উপস্থিত ছিল। এ ছাড়া রায় শোনার জন্য ওই এলাকার অনেকে ভিড় জমান। রাষ্ট্রপক্ষের আাইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু জানান, এটি একটি দৃষ্টান্তমূলক রায় । রায়ে বাদি পক্ষ সন্তোষ প্রকাশ করেন। ২০১৭ সালের ২ জুন রাতে ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানানো হয়, বিল্লাল হোসেন ঢাকায় গাড়ি চালাত। ওই সময় তার সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক তৈরী হয়। স্ত্রী শাহনাজের কাছে বিষয়টি ধড়া পড়ে। এ নিয়ে স্ত্রী’র সঙ্গে ঝগড়রা হয়। তবে বিল্লাল হোসেন তার জমানবন্দিতে হত্যার দায় স্বীকার করে।
Leave a Reply