শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ বাবার বাড়ি থেকে মাদকের টাকা এনে দিতে অস্বীকার করায় স্ত্রী ফেরদাউসকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী বেল্লাল সিকদার (৪০)। রোববার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের নাংলাপাতা গ্রামের স্বামী বেল্লাল সিকদারের বসতঘরে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ ফেরদাউস চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গৃহবধূ ফেরদাউস জানান।
হাসপাতালে চিকিৎসাধীন ফেরদাউস জানান, ১৯ বছর আগে একই গ্রামের বেল্লাল সিকদারের সঙ্গে তার বিয়ে হয়। দুই ছেলেসহ তিন সন্তানের মা তিনি।
৫ বছর আগে স্বামী বেল্লাল সিকদার দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী কুলসুম বেগমকে আলাদা ভাড়া বাসায় রাখেন। দীর্ঘদিন ধরে পেশায় জেলে স্বামী বেল্লাল গাঁজা-ইয়াবার মতো মাদকে আসক্ত হয়ে পড়েন। দিনের পর দিন মাদকাসক্ত সঙ্গীসাথী নিয়ে প্রথম স্ত্রী ফেরদাউস বেগমের বসতঘরেই মাদকের আড্ডা বসান। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে।
নিত্য অশান্তির মধ্যে বেপরোয়া স্বামী বেল্লাল সিকদার মাদক কেনার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে ফেরদাউসকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন।
বিভিন্ন সময় যৌতুক হিসেবে স্বামী বেল্লাল সিকদারের চাওয়া অনুযায়ী ফেরদাউস বেগম বাবার বাড়ি থেকে আড়াই লাখ টাকা এনে দিয়েছিলেন।
এখন আরো দেড় লাখ টাকা এনে দিতে স্ত্রী ফেরদাউস বেগমকে নানাভাবে ফুসলিয়ে ব্যর্থ হয়ে মারধর শুরু করেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে পারিনি। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আদালতে মামলা দায়ের করব। ঘটনার পরপরই অভিযুক্ত বেল্লাল সিকদার আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি।
তবে তার বাবা আলী একাব্বর জানান, তার ছেলে তার অবাধ্য। নেশাগ্রস্ত হয়ে পুত্রবধূকে মারধর করে। প্রতিবাদ করলে তাকেও একাধিকার মারধর করেছে ওই পাষণ্ড ছেলে। শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply