রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি।। ভোলার লালমোহনে খাদ্যে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীর হামলার শিকার হয়েছেন উপজেল স্বাস্থ্য পরিদর্শক (স্যানেটারী ইন্সপেক্টর) রুহুল আমীন। বুধবার সন্ধ্যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
খাদ্য পরিদর্শক ওই বাজারের ইতালী হোটেলে ভেজাল বিরোধী কার্যক্রম চালানোর সময় হোটেল মালিক আলমগীর হোসেন ও আব্দুর রহিম মামুুন সহ হোটেল কর্মচারীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ওই সময় খাদ্য পরিদর্শকের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর রাতেই তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে হামলার শিকার স্বাস্থ্য পরিদর্শক রুহুল আমীন জানান, ওইদিন সন্ধ্যায় আমি লর্ডহার্ডিঞ্জ বাজারে যাই। ওই সময় বাজারের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে ইফতার সামগ্রী বেচা-কেনা চলছিলো। বাজারের ইতালী হোটেলে গিয়ে দেখতে পাই ইফতার সামগ্রীর সাথে অস্বাস্থ্যকর রঙ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। প্রথমে তাকে সর্তক করলেও সে আমার কথা না শুনে আমার সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।
পরে ওইসব অস্বাস্থ্যকর ইফতার সামগ্রীর নমুনা সংগ্রহপূর্বক জব্দ করতে গেলে দোকান মালিক আলমগীর ও আব্দুর রহিমসহ কয়েকজন মিলে আমার ওপর হামলা করে। সাথে সাথে বিষয়টি সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানাই। এ ব্যাপারে সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার জানান, হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply