সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের চর-আনন্দ গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক পুলিশ কনস্টেবলের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী।
সোমবার দ্বিতীয় দিনের মতো ওই বাড়িতে অবস্থান করে অনশন অব্যাহত রাখে কলেজছাত্রী। পুলিশ কনস্টেবল আকরাম ঝালকাঠী থানায় কর্মরত। তবে ছুটিতে ভোলার ইলিশায় বাড়িতে রয়েছেন।
এদিকে কনস্টেবল আকরামের বাড়ির লোকজন কলেজছাত্রীকে মেনে নিতে অস্বীকৃতি জানান। ছাত্রীর দাবি ৫ বছর ধরে আকরামের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিষয়টি অভিভাবকরা জানে।
কিন্তু সম্প্রতি আকরামের পরিবারের লোকজন অন্যত্র বিয়ের চেষ্টা করছে খবর শুনে কয়েক মাস আগে স্থানীয় ইউপি মেম্বারদের উপস্থিতিতে ছাত্রীর সঙ্গে আকরামের বিয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়।
পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি স্থায়ীকরণ পর্যন্ত বিয়ের বিষয়টি গোপন রাখতে বলা হয়।
এ অবস্থায় হঠাৎ করে আকরাম তাকে বিয়ে করবে না বলে জানালে, বাধ্য হয়ে ছাত্রী রোববার ওই বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, কলেজ ছাত্রীর অনশন করার কথা তারা শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
অপরদিকে পুলিশ কনস্টেবল আকরামের ভগ্নিপতি ফজলুর রহমন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হচ্ছে।
Leave a Reply