রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় প্রতিবন্ধী শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন রোটারী ক্লাব অব স্কাই লাইন ঢাকা।
মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের হল রুমে শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব স্কাই লাইন ঢাকা এর সভাপতি খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক- এম এ তাহের, রোটারি ক্লাব অব স্কাই লাইন ঢাকা এর সদস্য সাংবাদিক মেজবাহ উদ্দিন শিপু, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারি ক্লাব অব স্কাই লাইন ঢাকা নিজেদের উদ্যোগে বিভিন্ন সময়ে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেটার পরমান হল আজ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ। আশা করি তাদের এ সকল সামাজিক কাজ ভবিষ্যতে চলমান থাকবে।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব স্কাই লাইন ঢাকা এর সভাপতি খাদিজা আক্তার স্বপ্না প্রতিবন্ধী শিশুদের যাতায়াতের সুবিধার জন্য একটি স্কুল ভ্যান ও খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী দেয়ার ঘোষণা দেন।
Leave a Reply