রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলায় ছাগলের ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার হাজিরহাট ইউপির ফকিরহাট বাজারের পশ্চিম পাশে ধানক্ষেতে এ মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাগলের মালিক মফিজা খাতুন, ছেলে মুসলিম ও পুত্রবধূ হাসিনা, অপরদিকে ক্ষেতের চাষি নয়ন মহাজন, ভাই কামাল মহাজন। তাদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউপির ফকিরহাট এলাকায়।
শনিবার সকালে মফিজা খাতুন ছাগল নিয়ে নয়ন মহাজনের ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে নয়ন মহাজন ছাগলের মালিক বৃদ্ধ মফিজা খাতুনকে ধাক্কা মেরে ফেলে দেয়।
খবর পেয়ে ওই ছাগল মালিকের ছেলে ও পুত্রবধূ এসে নয়ন মহাজনের ওপর হামলা করে। এতে মারামারি বেঁধে যায়। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply