মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে শনিবার সকাল ৯ টার ভিতর ইটভাটা মালিকদের তাঁদের শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্রবার দেয়া ওই নির্দেশনায় ইটভাটা মালিকদের তাদের স্ব স্ব ভাটার শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়। ওই নির্দেশ ভঙ্গ করলে ভাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন হুঁশিয়ার করে দিয়েছে।
ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. কায়কোবাদ মিয়া জানান, উপজেলার ২০-২১ টি ইটভাটার মালিকদের ওই নির্দেশনা মেনে বেঁধে দেয়া সময়ের আগেই তাঁদের শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। জানা যায়, উপজেলার ইটভাটায় ৮০ শতাংশের উপর শ্রমিক ভোলার বাইরের জেলার। প্রায় দুই হাজার ইটভাটা শ্রমিক সাতক্ষীরা, যশোর, খুলনা ও রংপুর জেলা থেকে এসে কাজ করে। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী জানান, করোনা ভাইরাস বিস্তার রোধ সহ জেলা প্রশাসক বরাবর শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ওই নির্দেশনা জারি করেছে।
Leave a Reply