সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলায় বাড়ি থেকে হেফজখানায় যাওয়ার পথে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার সকাল থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধানে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম মোহাম্মদ হাসান (১২)। সে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মো. জাফরের ছেলে। ওই ছাত্র নজির আহম্মদ মিয়া নুরানি ও হেফজখানা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানিয়েছেন ওই মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মাহফুজুর রহমান দিনাজপুরী।
নিখোঁজ হওয়া ছাত্রের বাবা মো. জাফর জানান, গত শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে যায়। কিন্তু সে মাদ্রাসায় যায়নি। ছেলেকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে পাওয়া না যাওয়ায় মাইকিং করা হচ্ছে।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, নজির আহম্মদ মিয়া নুরানি ও হেফজখানা মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্র নিখোঁজ রয়েছে।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পরিবারের পক্ষে কেউ অভিযোগ করেনি। শুনেছি পরিবারের পক্ষে মাইকিং করা হচ্ছে।
Leave a Reply