মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে রমজানের পবিত্রতা রক্ষায় প্রথম দিনেই ভেজালবিরোধী অভিযান শুরু করায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে।এরই অংশ হিসেবে মাছে ফরমালিনের ব্যবহার প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান শুরু হয়েছে গতকাল।সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সময়ে শহরের বিভিন্ন মাছের বাজারে সহকারী কমিশনার ভূমি পটুয়াখালী সদর সাবেকুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পটুয়াখালী নিউমার্কেট মাছের বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি সাবেকুন নাহার। এ সময় তিনি স্থানীয়দের সন্দেহ দূর করতে মাছে ফরমালিন মেশানো আছে কি না তা প্রকাশ্যে পরীক্ষা করে দেখান সংশ্লিষ্টদের মাধ্যমে। কিন্তু কোনো ধরনের ফরমালিনের পাওয়া যায়নি।এ খবরে সেখানে উপস্থিত সাধারণ মানুষ মাছ কেনায় আস্থা ফিরে পায়।
এ রকম অভিযান পর্যায়ক্রমে কলাতলা মাছের বাজার, হেতালিয়া বাধঘাট মাছের বাজার এবং পুরান বাজার মাছের বাজারে পরিচালিত হয়। এর মধ্যে হেতালিয়া মাছ বাজার থেকে পচাবাসি মাছ জব্দ করে তা প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া বেশ কিছু জাটকা মাছ জব্দ করে তা কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ অন্যরা।
Leave a Reply