মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। বুধবার দুপুরে তার নিজ বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস থেকে দশমিনা উপজেলায় ছোট বোন জেসমিন আক্তারের বাড়িতে যাওয়ার পথে উলানিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ সময় নুরের সঙ্গে থাকা আরও ২০ থেকে ২৫ জন হামলার শিকার হয়। ভাংচুর করা হয় অন্তত ১০টি মোটরসাইকেল। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ অবরুদ্ধ এবং অচেতন অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গলাচিপা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ হামলা ঘটনা ঘটেছে বলে জানান আহত নুর ও তার সঙ্গীরা।
এদিকে হামলার ঘটনায় বক্তব্য নিতে গেলে সংবাদকর্মীকে মামলা ও দেখে নেয়ার হুমকি দিয়েছেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে প্রতিনিধিকে বলেন, ‘আমি লোকমাধ্যমে শুনেছি, নুর একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় লাগানো বঙ্গবন্ধুর পোস্টার নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন। এ সময় স্থানীয়রা তাকে ব্যাপক মারধর করে। পরে নুর ও তার সঙ্গীরা পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়।
আপনার নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে-এমন প্রশ্নে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ রেগে গিয়ে প্রতিনিধিকে বলেন, ‘তোমাকে এ তথ্য কে দিয়েছে? আমি এখন এমপির বাড়িতে দাওয়াত খাই। দেশটা কি তোমাগো কথায় চলবে?।’তিনি বলেন, ‘এর আগে নির্বাচনে আমার বিরুদ্ধে লেখছো আমি কিছু বলি নাই। এবার যদি আমারে পেঁচাও তাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করুম। আমারে চিনো না, আমি খুব খারাপ লোক। নিউজ করলে আমি তোমারে দেইখা নিমু।’ এ সময় প্রতিনিধির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহিন।সূত্র ঃ যুগান্তর
Leave a Reply