শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে রাজবাড়ীতে দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে তিন দফা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্কুলছাত্রীর এক সহপাঠীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। আজ রবিবার দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা করেন।
মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়ার হঠাৎপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রিফাত শেখ (১৮), হবিবর শেখের ছেলে আব্বাস শেখ (২০) এবং জয়নাল শেখের ছেলে আসাদ শেখসহ (৩৩) সাতজনকে আসামি করা হয়। এ ছাড়াও মামলায় আরো একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই ছাত্রীকে রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের এক বাড়িতে নিয়ে গত ২১ ফ্রেব্রুয়ারি, ৩ মার্চ ও ২৪ মার্চ সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং স্কুলছাত্রীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মেয়েটির মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply