শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি ॥
ভােলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন ২য় রাউন্ড’১৯ সফলভাবে বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েটেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ (১৬ জানুয়ারি) বুধবার দুপুরে ভােলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেদ্রের সভাকক্ষে ওরিয়েটেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিভিল সর্জন ডা.রথীদ্র নাথ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভােলা প্রসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান,মােকাম্মেল হক মিলন, নজরুল হক অনুসহ ৩০ জন সংবাদকর্মী অংশ গ্রহন করেন।
এসময় সিভিল সার্জন জানান ১৯ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। জেলায় মাট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্য ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ানাে হবে।
তিনি আরও জানান ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার শিশুকে ১টি নীল রঙর এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাক্ষ ৪২ হাজার ২৯৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানাে হবে।
পরে ডাক্তার হাসনাইন আহমেদ এবিষয় বিস্তারিত তুল ধরে মাল্টিমিডিয়ায় একটি প্রজেক্টটরে উপস্থাপন করেন।
Leave a Reply