বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ অসহায় মানুষদের পাশে দাড়াতে প্রাপ্ত বয়স্ক অথবা ধনাড্য হওয়ার প্রয়োজন নেই। শুধু একটু ভালো মানুষিকতার প্রয়োজন। “মানুুষ মানুষের জন্য” চিরাচরিত কথাটার প্রমান করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ক্রাইম ফোকাস.নেট’ এর নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদাউস এর একমাত্র কন্যা মুবাশ্বিরা তাসদিক ইশতিফা( ১০ )। মুবাশ্বিরা তাসদিক ইশতিফা তার জমানো টিফিনের টাকা দিয়ে করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পরা ৩০ টি পরিবারে জন্য ঈদ উপহার দিয়ে আনন্দ ভাগাভাগি করে সমাজে দৃৃষ্টান্ত রাখলো।
তার এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগীতা করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ক্রাইম ফোকাস.নেট’ ‘ক্রাইম ফোকাস.নেট’ পরিবার। তার দেয়া খাদ্য সমাগ্রী পেয়ে অানন্দে বলে উঠেছেন অনেকেই এটাই করোনাকালীণ সময়ে ঈদের সেরা উপহার, হোক তা কম মূল্যের। স্থানীয় সুশিল সমাজ তার এই ছোট বয়সে মানুষের জন্য করার প্রয়াসকে স্বাগতম জানিয়ে অনুকরনীয় বলে মন্তব্য করেছেন।
মুবাশ্বিরা তাসদিক ইসতিফা মজিবুর রহমান ও জান্নাতুল ফেরদাউস এর কন্যা সন্তান। সে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনির ছাত্রী। উল্লেখ্য, মুবাশ্বিরা তাসদিক ইশতিফা বিডিক্লিন বরিশাল এর একজন সক্রিয় সদস্য
Leave a Reply