বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ ও সীমান্ত উত্তেজনা বাড়লে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে—এমন মূল্যায়ন করেছে কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। সংস্থাটির এক জরিপভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে ভারত–পাকিস্তান ছাড়াও পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর দক্ষিণ এশিয়ায় একাধিক সংঘাত ও উত্তেজনাকর ঘটনা ঘটেছে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার মে মাসের সামরিক মুখোমুখি অবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য। পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ভারতের দাবি অনুযায়ী, এতে একাধিক সন্ত্রাসী শিবির ধ্বংস হয়।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ৭ থেকে ১০ মে পর্যন্ত ড্রোন হামলার চেষ্টা চালায়। পরে উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের মধ্যে যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণরেখা জুড়ে সংঘাত বন্ধে সমঝোতা হয়।
এদিকে সিএফআর প্রতিবেদনে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনার কথাও তুলে ধরা হয়েছে। চলতি বছরের অক্টোবরের শুরুতে কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর জবাবে আফগানিস্তানের কঠোর প্রতিক্রিয়ায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সিএফআর সতর্ক করে বলেছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে জঙ্গি অনুপ্রবেশ ও হামলা বৃদ্ধি পেলে ২০২৬ সালে দুই দেশের মধ্যে ‘মাঝারি মাত্রার’ সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই দ্বিপক্ষীয় উত্তেজনাগুলো দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা ভারসাম্যকে হুমকির মুখে ফেলতে পারে।
Leave a Reply