বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ নয়টি দেশ নিয়ে গঠিত ব্রিকস আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প হিসেবে একটি নতুন মুদ্রা চালু করার পরিকল্পনা করেছে। ব্রিকসের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে পণ্য লেনদেন সহজ করতে এবং মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমাতে এই নতুন মুদ্রার প্রয়োগ নিয়ে কাজ করছে। অক্টোবর মাসে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এই পরিকল্পনার প্রতি সমর্থন জানায় সংগঠনের সদস্য দেশগুলো।
তবে এই পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ব্রিকস সদস্য দেশগুলো মার্কিন ডলারের পরিবর্তে নতুন কোনো মুদ্রা ব্যবহারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের মতে, এই উদ্যোগ বিশ্ব বাণিজ্যে শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ সৃষ্টি করতে পারে।
ট্রাম্প বলেন, “আমাদের অর্থনৈতিক শক্তি সুরক্ষিত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্রিকস দেশগুলো যদি আন্তর্জাতিক লেনদেনে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহার করে, তাহলে তাদের জন্য ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কোনো দেশ আমাদের কাছ থেকে ডলারকে সরিয়ে দিতে চায়, এটা মেনে নেওয়া হবে না।”
তিনি আরো বলেন, “ব্রিকস দেশগুলো পরীক্ষামূলকভাবে অন্য মুদ্রা নিয়ে কাজ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করার সুযোগ নেই। এমন কিছু ঘটলে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হারাবে।”
এছাড়াও, ট্রাম্প যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং এর মাধ্যমে অর্থনৈতিক শক্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। চীন ও ব্রাজিলের উপর আরোপিত শুল্কের উদাহরণ টেনে তিনি বলেন, “চীন ও ব্রাজিলের সঙ্গে শুল্ক আরোপ করে আমরা বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। ভারতও আমাদের বিরুদ্ধে চীনের চেয়েও বেশি শুল্ক আরোপ করে থাকে, যা গ্রহণযোগ্য নয়।”
Leave a Reply