বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার সফর বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। আজ মঙ্গরবার সকাল ১১টায় নগরীর টাউনহলের সামনে সদর রোডে বরিশালের সর্বস্তরের ওলামায়েকেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে ভারতের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানানো হয়। একই সাথে এই ঘটনায় বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাতিলের দাবী জানানো হয়। সমাবেশ শেষে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,মাহমুদিয়া মাদ্রাসার মুহকামিম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব,মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আবদুল মান্নান,সাধারন সম্পাদক মাওলানা শামছুল আলম, প্রমুখ। এসময় বক্তারা ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে নিরাপত্তা জোড়দারের আহবান জানান।
Leave a Reply