শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ অন্তর্বতী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত আলোচনা নির্বাচন কমিশনের এখতিয়ার। এটি তাদের সিদ্ধান্ত, তারা কখন, কীভাবে নির্বাচন দেবেন, তা তারা নির্ধারণ করবেন। তাদের পরিকল্পনা অনুসরণ করা উচিত। এ বিষয়ে সংস্কার প্রক্রিয়া চলছে, যা শেষ হলে বিস্তারিত আলোচনা সম্ভব হবে।
সোমবার দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, ভারতের মতো বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত। দেশের মানুষ ভারত বিরোধী নয়, বরং আমরা আশা করি, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, তা দ্রুত দূর হবে। তবে, তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও ভালোভাবে মন্তব্য করতে পারবেন। তিনি আরও বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক দেশ-মানুষের, তাই কারা ক্ষমতায় থাকবেন, তা বড় বিষয় নয়। আমাদের ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
ইসকন প্রসঙ্গে নৌ-উপদেষ্টা বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোন সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে এগোতে পারবো না।
দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্খিত ঘটনা নিয়ে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত। গার্মেন্টস সেক্টরে কিছু জায়গায় মালিকের অভাব দেখা যাচ্ছে, যার ফলে সমস্যা সৃৃষ্টি হচ্ছে। তবে সরকার ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান প্রচুর ঋণ নিয়েছে, কিন্তু ঋণ পরিশোধ হয়নি। এ বিষয়টি নিয়ে সরকার আলোচনা করছে, এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা করেন, সরকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে আরও প্রোঅ্যাকটিভ হবে বলে তিনি জানান।
বরিশাল শহরের পরিবেশ নিয়ে সাখাওয়াত বলেন, বরিশাল একসময় ছিল ‘প্রাচ্যের ভেনিস’। এই শহরটি পরিষ্কার ও সুন্দর ছিল। কিন্তু এখন শহরের খালগুলোর অবস্থান পরিবর্তিত হয়ে গেছে এবং জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে। শহরের পরিবেশ এখন অনেক খারাপ হয়েছে, যেখানে ময়লা জমে আছে এবং খালগুলো কচুরিপানায় ভরা। তিনি স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে এবং শহরের খালগুলোর পুনঃস্থাপন এবং পরিষ্কার করার আহ্বান জানান। তিনি বলেন, আমি যদি সাতদিনের মধ্যে আবার আসি, তবে আশা করি কিছু উন্নতি দেখতে পাবো।
মেরিন ভিসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার সাখাওয়াত জানান, আমরা দুবাই সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি এবং আশা করি সমস্যার সমাধান দ্রুত হবে। তিনি আরও বলেন, এটা শুধু দুবাই নয়, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশেও কখনও কখনও এমন সমস্যা হয়। তবে আমাদের দুবাইয়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো। আশা করি অর্থনৈতিক দিক থেকে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
Leave a Reply