বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভারতীয় বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভারতের সাম্প্রতিক উসকানিমূলক ও রাজনৈতিক মন্তব্য বাংলাদেশে আঞ্চলিক উত্তেজনা তৈরি করছে, যা দেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে।
সোমবার (২ ডিসেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে তারেক রহমান এই উদ্বেগ জানিয়ে সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত এবং ধৈর্যশীল থাকতে হবে।”
বিবৃতিতে, তারেক রহমান অভিযোগ করেন যে, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছেন। এতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক। বিশেষ করে, সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা বাংলাদেশের এবং ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে বর্তমান সরকার পতনের পর ভারতীয় বিশ্লেষকরা যে মন্তব্য করেছেন, তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক। তিনি বলেন, “এমন পরিস্থিতিতে আমাদের সবার দায়িত্ব হচ্ছে দেশ ও জাতির স্বার্থে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা এবং কোনো প্ররোচনায় পা না দেওয়া।”
তারেক রহমান দেশের জনগণকে সম্বোধন করে বলেন, “বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির এবং সার্বভৌমত্বপূর্ণ রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত থাকবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে, কোনো ধরনের উসকানি বা বিভেদের মধ্য দিয়ে আঞ্চলিক সম্পর্ক উন্নতি লাভ করতে পারে না।”
Leave a Reply