বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর পুঠিয়ায় প্রতিবেশী ভাতিজিকে নিয়ে চাচা উধাও হয়েছেন। গত রোববার সকাল আটটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার রঘুরামপুর গ্রামের মকবুল হোসের ছেলে লিটন আলী (৩৫) পাইপ মিস্ত্রির কাজ করে। লিটন আলীর বাড়ি সংলগ্ন প্রতিবেশী কোরবান আলীর সাথে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক। সেই সম্পর্কে লিটন আলী প্রতিবেশী কোরবান আলীর বাড়িতে যাতায়াত করতেন দীর্ঘ দিনের। যাতায়াতের একপর্যায়ে কোরবান আলীর দ্বিতীয় মেয়ে (১৩) এর সাথে লিটন আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক সমাজ ভালো চোখে দেখবে না ভেবে চাচা লিটন আলী প্রতিবেশী ভাতিজি (১৩) কে নিয়ে নিরুদ্দেশ হয়। পরে পরিবার তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি শুরু করে। অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে পরিবার জানতে পরে মেয়েটি প্রতিবেশী চাচা লিটন আলীর সঙ্গে রয়েছে।
নিরুপায় হয়ে মেয়েটির বাবা কোরবান আলী পুঠিয়া থানায় গত ৬ জুলাই লিটন আলীকে আসামী করে একটি অপহরণ মামলা করেছে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে থানায়। এ ধরনের আপহরণের বেশীর ভাগ মামলায় দেখা যায় দুইজন সম্পর্ক করে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলেছে।
Leave a Reply