বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ (বাবুগঞ্জ-মুলাদী) বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন, “নদী ভাঙ্গণ প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনাদের জমি হয়ত ফিরিয়ে দিতে পারবো না তবে আগামী এক মাসের মধ্যে ভাঙন প্রতিরোধের কার্যকরি ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।
নদী ভাঙ্গণীদের পাশে সকল নেতাকর্মীদের দারাতে হবে। দূর্যোগ কবলিত এলাকায় সরকারের পক্ষে থেকে বিশেষ নজর রাখা হচ্ছে”। সোমবার বিকালে উপজেলার মোল্লার হাটে সাম্প্রতিক নদী ভাঙ্গনে বিলীন হওয়া এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে কাপর ও পাঞ্জাবি বিতরণ করেন। নদী ভাঙ্গণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন কেদারপুর ইউপি চেয়াম্যান নূরে আলম বেপারী, উপজেলা জাপা সভাপতি মকিতুর রহমান কিসলু, কেদারপুর আওয়ামী লীগ সম্পাদক মাহাবুবুল আলম মাসুম মৃধা,
সেলিম জোমাদ্দার, ইউপি সদস্য লাভলু, লালমতি বেগম, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, জাপা নেতা সফিউল আযম সফিক, কেদারপুর জাপা সভাপতি আঃ হাকিম, সম্পাদক রিয়াদ মৃধা, যুগ্ম সম্পাদক সোহাগ মল্লিকসহ স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মী এবং এলাকার সর্বস্তরের শতশত সাধারণ মানুষ।
Leave a Reply