সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সুশীল সমাজের ৯ সদস্যের প্রতিনিধি দলের আহ্বানে সাড়া দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণে আমরণ অনশন কর্মসূচীরে তিনদিনের মাথায় আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছে অনশনকারীরা। তবে আন্দোলনের অন্যান্য কর্মসূচী চালু রাখার ঘোষণা দেয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনশন স্থগিতের ঘোষনা দেন অনশনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হানিফ এর নেতৃত্বে নয় সদস্যের একটি সুশীল সমাজের প্রতিনিধি দল বিকাল সাড়ে চারটার দিকে অনশনকারীদের কাছে হাজির হন।
গত তিন দিনে অনশনকারীদের বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়ায় অনশন ভাঙানোর অনুরোধ করেন। সুশীল সমাজের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনশন সোমবার বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করার ঘোষনা দেন। এরমধ্যে ভিসির অপসারণ অথবা পুর্ন মেয়াদের ছুটি না হলে পুনরায় কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেন অনশনকারীরা। এছাড়া অনশন স্থগিত করলেও অবস্থান ধর্মঘট চালু রাখার ঘোষনা দেয়া হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোতালেব হাওলাদার প্রমূখ। প্রফেসর মো: হানিফ জানান, সোমবার পর্যন্ত অনশন কর্মসূচী স্থগিত করেছে আন্দোলনকারীরা। আমরা মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছি। এই সমস্যার সমাধনি এই সময়ের মাঝেই আশা করি হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর জানান, সোমবার পর্যন্ত অনশন কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য কর্মসূচী চলমান থাকবে। আর এই সময়ের মাঝে ভিসিকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে মঙ্গলবার থেকে। এদিকে এর আগে বুধবার থেকে টানা তিনদিনের অনশন কর্মসূচীতে ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছেন বলে জানা গেছে।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটুক্তি করেন। এর প্রতিবাদ ও প্রত্যাহার সহ ১০ দফা দাবীতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় ভিসির পদত্যাগের একদফা দাবীতে আন্দোলন শুরু করে। কিন্তু তিনি পদত্যাগ না করে ১৫ দিনের ছুটিতে যাওয়ায় এবং সম্প্রতি দেয়া বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়ায় তার অপসারন দাবী করে তারা।
Leave a Reply