বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারের রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি পাওয়া ২ লাখ ৭৭ হাজার শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে তাদের বৃত্তির টাকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিন বাংলাদেশ ব্যাংক থেকে ২ লাখ ৭৭ হাজার ৮৫টি অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫১ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা জিটুপি পদ্ধতিতে পাঠানো হয়।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগের গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে বিভিন্ন ধরনের ভোগান্তির স্বীকার হতো। সরকার জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে পৌঁছে দিয়ে ভোগান্তির নিরসন করছে।
তিনি বলেন, এ পদ্ধতির ফলে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য বরাদ্দ বৃত্তির টাকা পেয়ে যাবে এবং সরকারের অর্থ ও সময় সাশ্রয় হবে।
Leave a Reply