সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
ভেলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছেন দূবৃর্ত্তরা। পূর্ব বিরোধের জেরে একই এলাকার সাইফুল,নুরনবী গংরা ওই অপকর্ম করেছেন বলে অভিযোগ করেন মাছ চাষি শাহাজাদা হাওলাদার। গত ২৬ জুন শুক্রবার রাতে ওই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে হাওলাদার স্থানীয় বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই পুকুরটি যৌথ মালিকানার। এর অংশীদার স্থানীয় সাবের আহমেদ, ইসমাইল ও আরব আলী হাওলাদার বাড়ির লোকজন। স্থানীয় মেম্বার সালাউদ্দিন হাওলাদার সহ গণ্যমান্যদের নিয়ে পুকুর চাষের একটি সমঝোতা চুক্তিপত্র হয়। ওই চুক্তি অনুসারে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত পুকুরটিতে মরহুম চুন্নু হাওলাদার মাছ চাষ করেন। এরপর ২০১৫ সালে এক বছরের জন্য অপর অংশীদার সাইফুল মাছ চাষ করেন। ২০১৬ সাল থেকে ৩ বছরের জন্য ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত শাহজাদা হাওলাদার মাছ চাষের জন্য চুক্তিপত্র করেন।
শাহজাদা হাওলাদার জানান, ২০১৬ সালে তিনি ওই পুকুরে তিনি নানা প্রজাতির বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ শুরু করেন। বর্তমানে ওই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ আছে বলে তিনি দাবী করেন। তিনি অভিযোগ করে বলেন, অজ্ঞাত কারণে সাইফুল ইসলাম গংরা ২৬ জুন শুক্রবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করেন। মাছ মরে পুকুরে ভেসে উঠলে সাইফুল, নুরনবী,নুরে আলম গংরা বড় আকৃতির মাছগুলো নিয়ে যায়।
রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, পুকুওে মরা মাছ ভাসতে দেখা গেছে। পুকুর পাড়ের বাসিন্দারা জানান, নুরনবীকে লোকজন সহ শুক্রবার এশার নামাজের পর পুকুর পাড়ে ঘুরতে দেখা গেছে। এ ব্যপারে জানতে চাইলে নুরনবীর মুঠোফোনে যোগাযোগ করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।বোরহানউদ্দিন থানার এসআই আজিজুল ইসলাম জানান, বিষ প্রয়োগের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply