মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে এসি ল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির গাজির হাতে তার ব্যবহারের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত গাড়ির চাবি তুলে দিলেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। শনিবার উপজেলা ভূমি অফিসের সামনে আলী আজম মুকুল এমপি এক অনারম্ভর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারিভাবে বরাদ্দকৃত ডাবল কেবিল পিকআপ গাড়ির(মিৎসুবিশি এল-২০০ স্পোর্টারো ডাবল কেবিন) চাবি এসি ল্যান্ডের হাতে তুলে দেন।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,সরকারি কাজে গতিশীলতা আনার জন্য প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য এসি ল্যান্ডদের আওতাধীন এলাকার সকল ভূমি অফিস পর্যবেক্ষণ। প্রয়োজনে আকস্মিক পরিদর্শন। এছাড়া সরকারি অন্যান্য দ্বায়িত্ব সঠিকভাবে পালন করে মাঠ পর্যায়ে একটি গুণগত পরিবর্তন আনতে পারেন।
এসময় তিনি সরকারি উদ্দেশ্য সফল বাস্তবায়নের আহবান জানান। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধি সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply