শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মৌলভীবাজারে কমলগঞ্জে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ওই উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীবিল এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলো- ওই এলাকার ভুট্টো কুর্মীর ছেলে সঞ্জয় কুর্মী ও বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক।
জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার বাসিন্দা ওই তরুণী কমলগঞ্জের কালীবিল এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যান। দুপুরে তিনি বাড়ি সংলগ্ন চা বাগানে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় সঞ্জয় কুর্মী ও তার বন্ধু বিকাশ নায়েক তাকে একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণীর চিৎকারে তার ভগ্নিপতি ও আশপাশের লোকজন ছুটে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের শিকার তরুণীর ভগ্নিপতির অভিযোগে কুরমা চা বাগানের শ্রমিকপাড়া থেকে অভিযুক্ত সঞ্জয় ও বিকাশকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
Leave a Reply