বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দশম শ্রেণীর এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস বেহেস্তী। তিনি বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পড়েন।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বল্প সময়ের জন্য এ দায়িত্ব পালন করে জান্নাতুল।
এ সময়ের মধ্যে যেসব পদে নারীর অংশগ্রহণ কম সেসব পদে নারীশিশুদের আগ্রহী করে তুলতে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে এ দায়িত্ব পান স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বেহেস্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন, ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট- সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান, নয়া দিগন্তের সংবাদদাতা কামাল হোসেন খান, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান মজনু, নিউ নেশন প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, যায়যায়দিন প্রতিনিধি শামীম সিকদার, যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান, বাংলাদেশের খবর প্রতিনিধি অলি আহমেদ, ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স উপজেলা সভাপতি তানজিলা জামান শিফা প্রমুখ। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জান্নাতুল। উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এ উপজেলার উন্নয়নই আমার স্বপ্ন। আমি নিজেই একজন শিশু। কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি, সেজন্য গর্ববোধ করছি। দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।’
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যখন এ রকম একটা দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়ার চিন্তা তাদের মাথায় আসে, তখন দেশের প্রতি তাদের যে কর্তব্য যেটা সে নিজে থেকে করতে চায়। সেই জিনিসগুলো তাদের মাথায় কাজ করে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন বলেন, ‘বেহেস্তীর সুন্দর চিন্তা ভবিষ্যতে সফল হোক। সে যেন অনেক বড় জায়গায় যেতে পারে এবং তার যে চিন্তা ও স্বপ্ন সেটা যেন বাস্তবে রূপ দিতে পারে, আমি সেই কামনা করি।’
Leave a Reply