বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ বেতন বৈষম্য নিরসনের দাবিতে পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ৮০ জন স্বাস্থ্যকর্মী আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি চলবে।
দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. সেলিম মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৮০ জন স্বাস্থ্যকর্মী অবস্থান করে ওই কর্মবিরতি পালন করেন।
দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ বলেন,আমাদের দাবি বেতন বৈষম্য দূর করে স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ ও স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেডে বেতন-ভাতা দিতে হবে। যা বাস্তবায়ন করা হবে বলে ১৯৯৮ সালে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না।
এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাবেন।
Leave a Reply