বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম অপু (৪০) নামে এক ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকা থেকে ওই ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত অপু ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, ১৭ বছর বয়সী গার্মেন্টকর্মী মেয়েকে নিয়ে তার মা দাঁতের চিকিৎসা করাতে পঞ্চবটি এলাকায় রফিকুল ইসলাম অপুর চেম্বারে যান। সেখানে গার্মেন্টকর্মীকে দেখে পছন্দ করে অপু।
এর কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তাব নিয়ে সে গার্মেন্টকর্মীর বাসায়ও যায়। এতে ১৭ আগস্ট দুপুরে গার্মেন্টসকর্মীকে ফোনে অপু তার চেম্বারে ডেকে আনেন। এসময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে অপু। এ অভিযোগে প্রাথমিক তদন্তে প্রমানিত হলে অপুর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। সেই মামলায় অপুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply