সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনার সাড়ে ৪ মাস পর মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ধর্ষিতার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।ধর্ষিতা শিক্ষার্থী অন্তসত্ত্বা হয়ে পড়লে লম্পট ধর্ষক কৌশলে শিক্ষার্থীকে এভোশন করে ফেলে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকায়।
ধর্ষিতার পিতার থানায় দেওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই তার স্কুল পড়ুয়া মেয়ে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী অন্তসত্ত্বা বললে তাদের টনক নড়ে। শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস বিভাগে ভর্তি করেন। পরে এভোশন করে।
জানা গেছে, তার মেয়ে কালাদী এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি কালাদী এলাকার হারুণ মিয়ার ছেলে স্বপন মিয়া তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা প্রকাশ করা হলে তার মেয়েকে হত্যার হুমকি প্রদান করে লম্পট ধর্ষক।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মামলা হয়েছে। লম্পট ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply