বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক প্রেমিকা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর গ্রামের প্রেমিক বশির সিকদারের বাড়িতে অনশন শুরু করে তার প্রেমিকা (ছদ্দনাম ) সুমি আক্তার (২৪)। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনা বেগতিক দেখে সুমি আক্তারকে মারধর করে বশির পরিবারের লোকজন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ সুমিকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সুমি পরিবার । প্রেমিক বশির সিকদার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সিকদার বাড়ির ( অঃব ) পুলিশ ছালেক সিকদারের ছেলে।
অনশনরত সুমি আক্তার বলেন, দুই বছর ধরে স্থানীয় ছালেক সিকদারের ছেলে বশির সিকদারের সাথে ফেইসবুকে পরিচয় হয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা স্থানে ঘুরাঘুরি করে বশির।
বিয়ের প্রলোভনে তাকে দৈহিক সম্পর্কেও জড়াতে বাধ্য করা হয় বলে অভিযোগ তার। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিয়ে করার আশ্বাসে ভাটিখানা কাজী অফিস যায় বশির। অপরদিকে বশির বিয়ের কথা বলে কৌশলে পলিয়ে যায়। সুমি আরো জানায়, ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় একটি গার্মেন্টসে কাজ করেন।সুমিকে ঢাকা থেকে বরিশালে আসতে বলে বশির গত বছরের নভেম্বর মাসে লঞ্চ ঘাটে এসে পৈাছালে সুমি আক্তার (ছদ্দনাম) তারা রুপাতলী থেকে একটি বাস যোগে গিয়ে কুয়াকাটায় “হোটেল ছম্পা ” দুই দিন কাটান সেখানে থেকে বরিশাল এসে লঞ্চ যোগে ঢাকায় চলে যায় সুমি আক্তার।
এবিষয় ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন,ঘটনাটি শুনেছি তারা নাকি মেয়েটাকে মারধর করেছে ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ বিন আলম বলেন, মেয়েটিকে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল ভর্তি করা হয়েছে । মেয়েটি সুস্থ হয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বশির পালাতক রয়েেছ।
Leave a Reply