সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
তরিকুল ইসলাম; ববি প্রতিনিধি॥ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেম সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নানা ধরণের কর্মসূচি। ১৪ ফেব্রুয়ারী, শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেম সংঘের সভাপতির নেতৃত্বে বের করা হয় একটি র্যালি যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে ভোলার রোড হয়ে ক্যাম্পাসের একমাত্র ছাত্রী নিবাস শেখ হাসিনা হলের সামনে গিয়ে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেম সংঘের সভপতি বলেন, ‘আজকে এই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার যে বার্তা নিয়ে এসেছে আমরা চাই সেই বার্তাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে যাতে করে ভালোবাসার সুষ্ঠ বন্টন নিশ্চিত করা সম্ভব হয়।’
অন্যদিকে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে গিয়ে তাদের সভাপতি এখনো সিঙ্গেল কেন সেটি প্রশাসনের কাছে জবাব চাওয়ার চেষ্টা করেন তবে ক্যাম্পাসের ভিতরে কোনোরকম র্যালির অনুমতি না থাকাও দ্রুত সটকে পড়তে বাধ্য হয় প্রেম সংঘের নেতৃবৃন্দ।
এছাড়া ভালোবাসাকে সামনে রেখে কোনো রকম বিকৃতি, অপব্যবহার ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার রয়েছে প্রেম সংঘ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
Leave a Reply